বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২’শ পিস ইয়াবা সহ সুমাইয়া সাবরিনা (২২) নামের এক ‘ইয়াবা সুন্দরী’ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের বাস স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জোরারগঞ্জ থানার তদন্ত ওসি মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার কালে সুমাইয়ার দেহ তল্লাসি করে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সুমাইয়া মুন্সিগঞ্জের সদর থানার খাসি পুকুর পাড়া এলাকার আনোয়ার পারভেজের মেয়ে।
দীর্ঘদিন ধরে সে ইয়াবা পরিবহন, সেবন ও বেচাকেনার সাথে জড়িত, পুলিশের প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃত সুমাইয়া মুন্সিগঞ্জের সদর থানার খাসি পুকুর পাড়া এলাকার আনোয়ার পারভেজের মেয়ে।