শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
উজ্জীবন বাংলাদেশ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত,
শামীম আহম্মেদ:
নেচে গেয়ে বিভিন্ন রকমের খেলাধুলা আয়োজন ও পুরস্কার বিতরনের মত জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো উজ্জীবন বাংলাদেশ রমনা পার্কের বার্ষিক বনভোজন ২০২১ । শুক্রবার ধামরাইয়ের আলাদি’স পার্কে এ বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো.হাবিবুর রহমান মানিকের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মো.নজরুল ইসলাম,মো.আমিনুর ইসলাম মুকুল,মো.হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মো.সাইফুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক মো.অলি উল্লাহ অলি,মো.আব্দুল হাই,মো.শাহীন,অর্থ সম্পাদক মো.আমান উল্লাহ, প্রধান কোচ মো.কবির আহমেদ, কার্যকারী সদস্য সাংবাদিক হাজী মোঃ মোস্তফা কামালসহ সংগঠনের সকল কর্মকর্তা-উপদেষ্টা ও সদস্যবৃন্দ। এছাড়াও সংগঠনের সাবেক সভাপতি কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাজী মো.জজ মিয়ার পুত্র মো.রায়হান মিয়াও এ বার্ষিক বনভোজনে উপস্থিত থেকে বনভোজনকে আরো আনন্দ মুখর করে তুলেছেন।
উল্লেখ্য,উজ্জীবন বাংলাদেশ’ রাজধানীর রমনা পার্কে প্রাতভ্রমণকারিদের একটি শরীর চর্চা বিষয়ক সংগঠন। রাজধানীর রমনা,সোহরাওয়ার্দী,ওসমানী,নবাব সিরাজ উদ্দৌলা ও বাহাদুর শাহ পার্কসহ বিভিন্ন পার্কে যতগুলো প্রাতভ্রমনকারি সংগঠন রয়েছে তারমধ্যে উজ্জীবন অন্যতম একটি সংঠন। এ সংগঠনের সাথে জড়িয়ে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।