সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে আওয়ামী যুব লীগের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী যুব লীগ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আয়োজন করেছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী যুব লীগের আয়োজনে কদমতলী আনন্দ হোটেলের সামনে মিলাদ দোয়া মোনাজাত ও গনভোজের আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী যুব লীগের সহ সভাপতি মোঃ ইয়াসিন
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে এবং সদ্য মৃত্যু হওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর বাবা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুর মোহাম্মদ সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও মোনাজাত করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী যুব লীগের সহ সভাপতি এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মো.মাহমুদ আলম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, থানা যুবলীগ সাধারন সম্পাদক ডা.মো.সেলিম, যুবলীগ নেতা সামিউল ইসলাম সামু, মোঃ রফিক, যুবলীগের সদস্য মোঃ বনি আমিন ,মোঃ বাশার ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শামীম মোঃ সাহিদ ও মুন্না প্রমুখ।