রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে আন্তঃজেলা গরুচোর চক্রের ৫ সদস্য গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, খিলগাঁও ও ভাটারা এলাকা হতে মোঃ বেল্লাল হোসেন, দুলাল,স্বপন ওরফে দেলোয়ার, সোহেল রানা ও সবুজ নামে গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ এবং একটি চোরাই গরু উদ্ধার করা হয়।
আজ ২ জুলাই (শনিবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির জানান, বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জের বিভিন্ন গরুর খামার ও গৃহস্থ পরিবার থেকে একটি সংঘবদ্ধ গরুচোর চক্র গরু চুরি করে আসছিল । গরুচোর চক্রটি গভীর রাতে সুযোগ বুঝে কখনো একটি কখনো দুটি গরু টেনে কাভার্ডভ্যানে তুলে সুকৌশলে পালিয়ে যেত ।
পরবর্তীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ সংক্রান্ত ৩ টি মামলা রুজু হলে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দারের নির্দেশে চক্রটি ধরার জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ ব্যাপক তদন্ত শুরু করে। এসআই কাজী নাজমুস সাকিব , এসআই মোঃ জাকির হোসেন ও এসআই মোঃ আবুল হাসান এর সমন্বয়ে গঠিত চৌকশ তদন্ত দলটি ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় একই কাভার্ডভ্যান ব্যবহার করে সবগুলো গরু চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশ উক্ত কাভার্ড ভ্যানের সূত্র ধরে গত ১ জুলাই ভোরে প্রথমে বেল্লাল হোসেনকে ঢাকার খিলক্ষেত এলাকা হতে গ্রেফতার করে ।বেল্লালের দেওয়া তথ্যমতে গরুচোর দলের সর্দার দুলালকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করা হয় । দুলালের হেফাজত থেকে চোরাই কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয় । পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এই গরুচোর দলের অন্যতম সক্রিয় সদস্য স্বপন ওরফে দেলোয়ারকে ভাটারা থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লেখিত গরুচুরির ঘটনাগুলো স্বীকার করে এবং দুলাল এই গ্রুপের দলনেতা বলে জানা যায় ।
দুলালকে জিজ্ঞাসাবাদে জানা যায় দেশের বিভিন্ন এলাকায় তার নেতৃত্বে আজেলা গরুচোর চক্র সক্রিয় আছে । গরুচোররা দেশের বিভিন্ন স্থান হতে গরুচুরি করে গাড়িতে করে ঢাকায় দুলালের কাছে নিয়ে আসে । তারপর দুলাল উক্ত চোরাই গরুগুলো ঢাকার বিভিন্ন বাজারে কসাইয়ের কাছে বিক্রি করে তাদের টাকা ভাগ করে দেয় । দুলালকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় তার অধীনস্থ আরেকটি গরুচোর দল এই মুহূর্তে ময়মনসিংহ হতে গরুচুরি করে ঢাকায় তার কাছে নিয়ে আসছে । এ তথ্য পাওয়ার পর উক্ত গরুচোর দলকে ধরার জন্য পুলিশ দুলালকে নিয়ে কেরাণীগঞ্জের চুনকুটিয়া বেগুনবাড়ী এলাকায় উঁৎ পেতে থাকে । এরই ধারাবাহিকতায় আজ ২ জুলাই শনিবার ভোরে সোহেল রানা ও সবুজ নামে আরও ২ পেশাদার গরুচোরকে একটি প্রাইভেটকার ও একটি চোরাই গরুসহ গ্রেফতার করা হয় । ধৃত আসামী সোহেল ও সবুজ স্বীকার করে যে , তারা ময়মনসিংহ এলাকা হতে উক্ত গরুটি চুরি করে প্রাইভেটকারে করে ঢাকায় দুলালের কাছে নিয়ে আসছিল ।
এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান। গ্রেফতারকৃত আসামীদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক গরুচুরির মামলা রয়েছে । সংঘবদ্ধ এই চক্রটি আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যাপক সক্রিয় হয়ে উঠেছিল। এ সংক্রান্ত একটি চুরির মামলা রুজু প্রক্রিয়াধীন আছে ।