রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়।
কেরানীগঞ্জ থেকে মোঃ ইমরান হোসেন ইমু।
উৎসব মুখর পরিবেশে ঢাকার কেরানীগঞ্জ বছরের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১লা জানুয়ারী) দুপুরে আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
এ সময় অন্যানের মধ্যে, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারা বেগম, প্রধান শিক্ষক সামীমা ইয়াসমিন, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী রাসেল, দক্ষিন কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ সভাপতি গাজী মাসুম বিল্লাহ জুয়েল,সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।