বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
“সময়ের সাথে আগামীর পথে” এই শ্লোগান কে সামনে রেখে দেখতে দেখতে এনটিভির ১৯ বছর শেষ ২০ বছর পদার্পন ও উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ (০৪ জুলাই) সোমবার বেলা ১২ টায় কেরানীগঞ্জ প্রেসক্লাব ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কেককাটা ও র্যালী অনুষ্ঠিত হয়।
এনটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি হাজি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা জেলা মৎসবীজি লীগের সভাপতি আফজাল হোসেন ডিপটি,
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি হাজি মোঃ মোস্তফা কামাল ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও মোহনা টিভি ও দৈনিক মানব জামিন প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন।
এনটিভির শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যদেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর, কেরানীগঞ্জ প্রেসক্লাবের জয়েন সেক্রেটারি ও দৈনিক সংবাদ কেরানীগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম বিপ্লব, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ এরশাদ হোসেন, ইংরেজি দৈনিক অবজারভার কেরানীগঞ্জ প্রতিনিধি লিটন মাহমুদ,
আজকের পত্রিকার প্রতিনিধি নাজিম উদ্দীন ইমন, আমাদের সময় ও আনন্দ টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি এম আশিক নূর, বাংলা টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি রাজু আহম্মেদ, মানবকন্ঠ ও এশিয়ান টিভির প্রতিনিধি নাসির উদ্দীন টিটু, আরটিভি সিটি রিপোর্টার শেখ ফরিদ,
দৈনিক মুক্ত তথ্য কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ইমুসহ প্রমুখ।এ সময় বক্তারা বলেন, বেসরকারি টেলিভিশন এনটিভি সকল সামাজিক অনুষ্ঠান, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। এনটিভি একটি পরিবার। এটিভি একমাত্র পরিবারের সবাইকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান দেখা যায়। এই ২০ বছরে পদার্পন প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভির সকল কলাকৌশলী ও ব্যবস্থাপনা পরিচালক কে শুভেচ্ছা ধন্যবাদ শুভকামনা করেন৷