সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ত্রান বিতরন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গুদারাঘাট আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে গুদারাঘাট আলম মার্কেটের সামনে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মানিক শেখের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে চাল—ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী এসময় শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে থেকে একত্রে আগামীর দেশ গড়তে সহযোগীতা করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সুতিকাগার কেরাণীগঞ্জ। এখানেই গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রশিক্ষণ ক্যাম্প। পাকিস্তানি পাক হায়েনারা চালিয়েছে গণহত্যা। হয়েছে সম্মুখ সমর। তাই মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রসঙ্গে কেরাণীগঞ্জবাসী সব সময়ই দুর্বল। কারণ এখানকার প্রবীণ রাজনীতিবিদদের অনেকর সাথেই জাতিরজনকের সরাসরি পরিচয় ছিল। সে কারনে ১৫ আগষ্টের কাল রাত্রির কথা ভুলতে পারে না কেরানীগঞ্জ আওয়ামী লীগ পরিবার। সে জন্য জাতীর জনকের কথা ভেবে শোক চেপে রাখতে কষ্ট হয় কেরাণীগঞ্জবাসীর। ফলে প্রতিবছর ১৫ আগষ্ট এলে শোকের ছায়া নেমে আসে কেরাণীগঞ্জে
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান,দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম,ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন সহ আওয়ামী লীগের বিভিন্ন অংশ সংগঠনের নেতৃবৃন্দ।