সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে জালিয়াতির মাধ্যমে জাল জন্ম নিবন্ধন দেয়ার অভিযোগে শাহীন নামে এক যুবক গ্রেপ্তার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে আগানগর ইউনিয়ন পরিষদের প্যাড,১৮ টি সিল ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম সনদ দেয়ার অভিযোগে শাহীন আলম (২৯) নামের এক যুবককে
আটক করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের এসআই জাকিরের হাতে সোপর্দ করা হয়েছে।শাহীন আগানগর ইউনিয়ন পরিষদের পাশে আমবাগিচা এলাকায়, আপডেট অনলাইন সার্ভিস সেন্টার নামে একটি দোকানে মালিক হিসেবে পরিচালনা করছিল। সে পটুয়াখালী জেলার বাউফল থানার আব্দুস সালাম মিয়ার পুত্র।
রবিবার দুপুরে ১টা দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি ও মেম্বারের উপস্থিতিতে হাতেনাতে তাকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আগানগর ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন, প্যাড, চেয়ারম্যান সার্টিফিকেট ১৮টি সিলসহ জালিয়াতি ঘটনা জানানোর পরে পুলিশ সেখানে গিয়ে একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।