রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে নতুন ইউএনওর যোগদান।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ হুমায়ুন কবির
ঢাকার কেরানীগঞ্জে উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল বিন করিম কর্মস্থলে যোগ দিয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলা নিজ দপ্তরে যোগদান করেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে স্নাতক, স্নাতকোত্তর সম্পূর্ণ করে বেক্সিমকো এসিআই ফার্মাসিটিক্যালে চাকুরি করেন। এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে প্রশাসনের ৩৪ তম বিসিএস এর মাধ্যমে যোগদান করেন। তাহার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।
ফয়সল বিন করিম ইউএনও হিসেবে যোগদানের আগে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।উপজেলার সর্বোপরি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য তিনি বদ্ধপরিকর বলে জানান নবনিযুক্ত ইউএনও ফয়সল বিন করিম।