সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
কেরানীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবহনের সময় ফেনসিডিলসহ কামরুল হাসান (২৫) ও মোফাজ্জল হোসেন (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (৭ই ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কদমতলী ও ইকুরিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ছয় লক্ষ টাকা মূল্যের ২০০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।