শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

কেরানীগঞ্জে বন্ধুকে আব্বা আব্বা ডেকেও প্রাণে বাঁচতে পারল না রাসেল।

কেরানীগঞ্জে বন্ধুকে আব্বা আব্বা ডেকেও প্রাণে বাঁচতে পারল না রাসেল।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুকে আব্বা ডেকেও প্রাণে বাঁচতে পারল না রাসেল (৩২)। তাকে বাসা থেকে ডেকে নিয়ে তৈলঘাট এলাকায় একটি ক্লাবে রাতভর নির্মমভাবে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা । এই হত্যাকান্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বিসহ ১৩ জনের বিরুদ্ধে

এই ছবিটি আসামির আফতাব উদ্দিন রাব্বি

একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরো ১২/১৩ জনকে আসামি করা হয়েছে।
নিহতের ছোট ভাই হৃদয় জানান, গত মঙ্গলবার রাতে তার বড় ভাই রাসেলকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন রাব্বি আমার বড় ভাই রাসেলকে বাসা থেকে মোবাইলফোনে ডেকে তৈলঘাট এলাকায় তার ক্লাবে নিয়ে যায়। সেখানে রাব্বিসহ তার ১২ জন সহযোগী মধ্যযুগীয় কায়দায় রাতভর তার ভাইকে পাশবিক নির্যাতন করে। এ সময় তার ভাই রাব্বি কে আব্বা আব্বা ডেকে প্রাণ ভিক্ষা চায়। কিন্তু নির্যাতনকারীরা এতেও ক্ষান্ত হয়নি। তারা আবারও তার ভাইয়ের উপর পাশবিক নির্যাতন চালায়। এতে তার ভাই সেখানেই প্রণ হারিয়ে ফেলে এবং তার ভাইয়ের নিথরদেহ সেখানে পড়ে থাকে। পরে রাব্বিসহ তার সহযোগীরা তার ভাই রাসেলের লাশ একটি বস্তায় ভরে কালীগঞ্জে তার ভাইয়ের ফ্লাট বাসায় ভাইয়ের স্ত্রীর কাছে দিয়ে আসে। এ সময় ওই সন্ত্রাসীরা তার ভাবিকে এ ব্যাপারে মুখ না খোলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায় । রাতের এক সময় ঘাতক রাব্বির বাবা শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসের উদ্দিন তার লোকজনের মাধ্যমে নিহত রাসেলের লাশ কালিগঞ্জ কবরস্থানে ঘটনাটি ধামা ধামা দেওয়ার জন্য তাড়্ঘড়ি করে দাফনের চেষ্টা করে। এ সময় নিহতের পরিবার থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ দ্রæত এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করে। এলাকাবাসী জানিয়েছেন নিহত রাসেল সন্ত্রাসী রাব্বির ক্যাডার বাহিনীর অন্যতম একজন সদস্য ছিলেন। চাঁদাবাজির বাগবাটোয়ারা নিয়েই রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়।এই ঘটনায় নিহত রাসেলের বাবা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসী রাব্বি কে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত রাসেলের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার ভাসান চর গ্রামে। তার বাবার বর্তমান বাসা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুর বাগ এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।

কেরানীগঞ্জ -ঢাকা
১১-০১-২০২৪

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host