রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া হাউজিংয়ে বিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় বসুন্ধরা আইডিয়াল স্কুলের চেয়ারম্যান শহীদুল্লাহ রাজিবের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ কামু চান শাহ্ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল হুদা।
এতে অন্যান্যের মধ্যে শুভাঢ্যা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ লুৎফর রহমান ফরহাদ, সাবেক ছাত্রনেতা মোঃ রায়হান উদ্দিন, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য মোঃ রনি আহমেদ জহিরুল ইসলাম,সাগর,সানাউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।