শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১ জন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ১১ হাজার ২০৭ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
১১ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১১,২০৭
পিস ইয়াবাসহ মোঃ সেলিম (২৮) নামে এক যুবকে গ্রেফতার করে। আটক মাদকের আনুমানিক মূল্য প্রায় তেত্রিশ লক্ষ বাষট্টি হাজার একশত ল টাকা। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- ৭৬০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কোরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।