রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে বিয়ের ১ মাস যেতেই লাশ হল প্রবাসী।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জের মালদ্বীপ প্রবাসী রাজন মন্ডল (৩২) কে শ্বশুরবাড়িতে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে এমন দাবিতে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। নিহত রাজন দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী গোবিন্দপুর গ্রামের নিত্যগোপাল মণ্ডলের মেওজা ছেলে। ছয় মাস আগে মালদ্বীপ থেকে দেশে ফিরে গত ৭ই জুন বিয়ে করেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর এলাকায় রাজনের নিজ বাসভবনে লাশটি এসে পৌঁছালে এলাকাবাসী এই বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় রাজন মন্ডলের বড় ভাই সমীর মন্ডল বলেন, মাত্র এক মাস আগে সিরাজদিখানের চিত্রকট ইউনিয়নের বোয়ালখালী গ্রামের অজিত মন্ডলের মেয়ে পূর্ণিমা মন্ডলের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের বাসরের দিন ভাই জানতে পারে মেয়ের অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে। সেদিন থেকেই তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। কিছুদিন আগে এক আত্মীয়ের বিয়ের কথা বলে পূর্ণিমা বাবার বাড়ি চলে যায়। গত রবিবার পূর্ণিমার খালাতো ভাই পার্থ মন্ডল মোটরসাইকেলে করে আমাদের বাড়িতে এসে রাজনকে পূর্ণিমাদের বাড়িতে নিয়ে যায়। এরপর বুধবার সকালে আমাদের জানানো হয় রাজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার ভাই আত্মহত্যা করতে পারে না এটা হত্যাকাণ্ড আমি এই হত্যার বিচার চাই।
উল্লেখ্য, বুধবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে রাজন মন্ডলের শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চিত্রকুট ইউনিয়নের গোয়ালখালী গ্রাম থেকে হাত বাঁধা অবস্থায় রাজনের লাশটি উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ।