বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
কেরানীগঞ্জে মধুসিটিতে অনুমোদন ছাড়াই চলছে অবৈধ গরুর ছাগলের হাট,
কেরানীগঞ্জ সংবাদদাতা
কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ঘাটারচর মধুসিটি সংলঘ্ন এলাকায় অবৈধ গরুর হাট বসেছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের অনুমতি ছাড়াই জোরপূর্বক এই হাট চলছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
প্রত্যেক বছর প্রশাসনের অনুমতিতে মোহাম্মদপুরের বসিলায় কুরবানীর গরুর হাট বসে। এ বছরও সেখানে হাট বসেছে কিন্তু সেই গরুগুলো জোরপূর্বক পথ থেকে অবৈধ এই হাটে নামিয়ে নিচ্ছে। এছাড়াও কেরানীগঞ্জের আঁটিবাজারের হাটের গরুও তারা নামিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই কতিপয় ব্যক্তি এখানে হাট বসিয়েছে। চলতি পথে বেপারীদের জোরপূর্বক গরু নামাতে বাধ্য করছে তারা।
আলতাফ হোসেন বিপ্লব, শফিল আজম খান ও গাল কাটা সিদ্দিক জোরপূর্বক এই গরুর হাট বসিয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক অনুমতি ছাড়া হাট বসানোর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, গত বছর এই স্থানে হাট বসানোর জন্যে প্রশাসনের অনুমতি থাকলেও এ বছর অনুমতি দেওয়া হয়নি।
এই ব্যপাারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি কিন্তু এই ভাবেই অভদ্র অনুমোদন ছাড়াই হাট চলতে থাকলে যেকোনো মুহূর্তে অঘটন ও দুই হাটের ভিতর সংঘর্ষ হতে পারে জানান অভিযোগকারীরা ,