শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জে মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় সুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে

কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু!

 

নিজস্ব প্রতিবেদক কেরানীগঞ্জ।।

কেরানীগঞ্জে মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় সুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় সুমির সিজার অপারেশন করার সময় তার মৃত্যু হয় বলে জানান সুমির স্বামী জান শরীফ।

সুমির স্বামী জানান, রবিবার বেলা ১১টার দিকে সুমিকে মেরি স্টোপস ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির পর সিজার করতে হবে বলে জানায় কর্তৃপক্ষ। অপারেশন থিয়েটারে ছিলেন হাসপাতালের ডাঃ সাজেদা খাতুন ও এনেসথেসিয়া ডাঃ মনির হোসেন।

তবে কোন ধরনের পরীক্ষা না করেই তারা রোগীর শরীরে এনেসথেসিয়া ইনজেকশন দেন ও সিজার করেন। জমজ শিশুর জন্ম হয়। এতে ব্যাপক রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হয় সুমির। অবস্থার আরও অবনতি হলে রোগীকে মিডফোর্ট হাসপাতালে পাঠায় তারা। মিডফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।

এ বিষয় জানতে চাইলে কর্তব্যরত ডাক্তার ফাতেমাতুজ জোহরা মুক্তা প্রথমে কথা বলতে না চাইলেও পরে জানান, এই হাসপাতালে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নেই। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, রোগী সেখানেই মারা যায়। তবে মিডফোর্ট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন, রোগী আগেই মারা গেছে।

এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার নবাগত ওসি (তদন্ত) ইমদাদ হোসেন জানান, এ বিষয় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সুমির পরিবারের এক সদস্য জানান, স্থানীয় এক আওয়ামীলীগ নেতার মাধ্যমে বিষয় টি দামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, আমরা মামলা করতে চেয়েছি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় লাশ ময়নাতদন্তের পর মামলা নেওয়া হবে।

এ বিষয় মেরী স্টোপস ক্লিনিকের ম্যানেজার মোকলেসুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মৃত সুমির বাবা সুলতান আহমেদ ও তার পরিবারসহ এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host