রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে রমজান মাস ও ঈদকে সামনে রেখে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে কেরানীগঞ্জে পরিবহন মালিক, শ্রমিকদের নিয়ে ঢাকা জেলা পুলিশের উর্ধতন অফিসারদের সাথে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কদমতলী গোল চত্ত্বর জেলা ট্রাফিক কার্যালয় ও ঘাটারচর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যানজট ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টরা বিভিন্ন ইস্যুতে মতামত ব্যক্ত করে দিকনির্দেশিনামূলক বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মোঃ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আব্দুল্লাহিল কাফী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানিগঞ্জ সার্কেল) মোঃ শাহাবুদ্দিন কবীর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছালাম মিয়া পিপিএম, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইনচার্জ পীযুষ বাবু প্রমুখ।
আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন,” সুগন্ধা , প্রজাপতি, বিআরটিসি ও নগর পরিবহনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, কর্মচারীসহ ৪ শতাদিক মানুষ।