শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

কেরানীগঞ্জে সংঘবদ্ধ গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার।

কেরানীগঞ্জে সংঘবদ্ধ গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার।


কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরাণীগঞ্জ মডেল থানাধীন বলসতা গ্রামের মোঃ আলাউদ্দিন (৪০) কৃষিকাজসহ বাড়ীতে গরু পালন করিয়া জীবিকা নির্বাহ করে। গত ০৬/১১/২০২২ তারিখ রাত ১২.২৪ ঘটিকার সময় বাদী উক্ত গোয়ালে ৪ টি গাভি ও ৩টি বাছুর উক্ত গোয়াল ঘরে রাখিয়া বসত ঘরের দরজা লাগাইয়া ঘুমাইয়া পরে। রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় ঘুম থেকে জেগে উঠিয়া গোয়াল ঘরে যাইয়া দেখেন যে, উক্ত গোয়াল ঘরে বেধে রাখা ৪টি গাভি ও ৩ টি বাছুর মধ্যে হইতে একটি সাদা কালো রংয়ের গাড়ী (অষ্টেলিয়ান প্রজাতির) নাই, মূল্য অনুমান ২,৩০,০০০/- টাকা। পরবর্তীতে জনৈক মুগবালি এর রিক্সার গ্যারেজের সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে দেখেন যে, কয়েকজন চোর বাদীর বর্ণিত চুরি যাওয়া গাভী ও বাছুর গরু দুইটি একটি নীল রংয়ের মিনি ট্রাকে ধরাধরি করিয়া উঠাইয়া অজ্ঞাতস্থানে নিয়ে যাইতেছে। ইং ৬/১১/২০২২ তারিখ ভোর রাতে নারায়নগঞ্জ বন্দর থানার টহল পুলিশ নবীনগঞ্জ রেল লাইন হতে বন্দর রেল লাইন যাওয়ার পথে জনৈক টি হোসেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর। বাদীর চুরি যাওয়া গাভী ও বাছুর হাত পা বাধা অবস্থায় এবং চোরাই কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের মিনি পিকআপ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো ন-১৩-৯৮২৮ রাখা অবস্থায় পাইয়া হেফাজতে নেয়। বাদী উক্ত সংবাদ পাইয়া নারায়নগঞ্জ বন্দর থানায় যাইয়া তাহার চুরি যাওয়া গাভী ও বাছুর সনাক্ত করে। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং ৩৭, তারিখঃ ১৩/১১/২০২২ খ্রিঃ, ধারা ৩৮০ পেনাল কোড রুজু করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে বাদী তাহার চুরি যাওয়া পাভী ও বাছুর হেফাজতে গ্রহন করে। ঘটনার সহিত ছড়িত চোরদের সনাক্ত করার জন্য পুলিশি অভিযান অব্যাহত থাকে। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) নির্দেশনায়, কেরাণীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দীন কবীর, বিপিএম এর তত্তাবধানে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদের উদ্যোগ একটি চৌকস অভিযানিক দল
কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস অভিযানিক দল টাঙ্গাইল ও নারায়নগঞ্জ সহ অত্র থানা এবং আশপাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিম্নে উল্লেখিত পাঁচজন চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আন্তঃ জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তাহারা আসন্ন পবিত্র ঈদুল আযহাকে টার্গেট করে গরিব অসহায় কৃষকদের শেষ সম্বল পালিত গরু চুরি করার জন্য আবার আসামীরা একত্রিত হওয়ার চেষ্টা করিতেছিল। গ্রেফতারকৃত চোরদের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরনের প্রক্রিয়া চলমান রয়েছে।গ্রেফতারকৃত আসামি পাঁচজন

১) মোঃ মনির (৩০), পিতা- আকছেদ, সাং- হেলালপুর (মুছার ঈদগাহ), থানা- বাঘা, জেলা- রাজশাহী, বর্তমান বাটপাড়া বড়ইতলা মোতালের দোকানদারের বাড়ী, থানা- সাভার, জেলা- ঢাকা,
২। মোঃ দেলোয়ার হোসেন (৩৫), পিতা- মোঃ হাকিম আলী, সাং- পাইশানা, থানা- নাগরপুর, জেলা- ঢাকা,বর্তমান- জালেশ্বর আলিম এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- সাভার, জেলা- ঢাকা।
৩। শুকুর @ জীবন মোল্লা (৪০), পিতা-মৃত জুরান মোল্লা, সাং- কুটিবয়রা, থানা- ভূঞাপুর, জেলা- টাঙ্গাইল, বর্তমান- চক মোহন শশুর গফুর মন্ডল এর বাড়ী, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট। ৪। মোঃ জাবেদ (২৭), পিতা- মৃত এখলাছ মিয়া, মাতা- রোকেয়া বেগম, সাং- দক্ষিণ মেইটকা, থানা- সাভার,জেলা- ঢাকা।
৫। মোক্তার হোসেন ও মোক্তার (৩৪), পিতা- মৃত ফজল শেখ, মাতা- জাবেদা খাতুন, সাং- সুদক্ষিরা কহিলাতলি), থানা- সিঙ্গাইর, জেলা- মানিকগঞ্জ, বর্তমান- উলাইল ডিপজলের মাছ বাজারের পিছনে, থানা- সাভার, জেলা- ঢাকা।পূর্বের জব্দকৃত আলামত তথা মালামালের বর্ণনা
। চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, যাহার রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো ন-১৩-৯৮২৮। । একটি গাভী ও একটি বাছুর।
আসামিদের কিছুক্ষণের মধ্যেই কোটের পাঠানো হবে

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host