রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে সাকরাইন উপলক্ষে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ থেকে মোঃ ইমরান হোসেন ইমু
ঢাকার কেরানীগঞ্জে সাকরাইন উপলক্ষে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌষের শেষদিন বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবিগিচায় মুক্তিযুদ্ধো নুর ইসলাম কমান্ডার মাঠে
ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ঘুড়ি উৎসবের আয়োজন করে। সংগঠনের সভাপতি কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল হক সাইদের,
নেতৃত্বে এ সময় আমবাগিচা মাঠে ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির কয়েক শতাধিক সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু সহ আরো অনেকে স্থানীয় তরুনরা আধুনিক ডিজাইনের বিভিন্ন রঙের লাটাই-ঘুড়ি নিয়ে উৎসবে অংশগ্রহণ করে। মাঠের আশেপাশে স্টল সাজিয়ে গ্রামীণ মেলার ঐতিহ্যবাহী ঝাল মুড়ি, ফুচকা ও চটপটি ছোট ছোট জিলাপি, আয়োজন করে। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়।