সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ। মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় আটক ২ চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক -স্বপ্নসিঁড়ি কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকায় গভীর রাতে ভেকু দিয়ে সিএনজি গ্যারেজ ভাঙচুর

কেরানীগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগ ।

স্টাফ রিপোর্টার মোঃ শাহ আলম সাগর।

কেরানীগঞ্জের হাসনাবাদে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে বন্ধু একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির অফিস ও সিএনজি গ্যারেজ ভাংচুর, লুটপাট ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গ্যারেজ ও অফিসের মালামাল শুধু ভাংচুর ও মারপিট করে ক্ষান্ত হয়নি, গ্যারেজের মধ্যে থাকা ১০টি সিএনজি ভেকু দিয়ে ভেঙ্গে ফেলেছে স্থানীয় প্রতিপক্ষরা।

বন্ধু একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির একজন অংশীদার মোঃ রুবেল হোসেন বলেন, আমাদের বন্ধু মোঃ সোহেলের কাছ থেকে এই জমিটি ভাড়া নিয়ে সমিতির অফিস ও সিএনজি গ্যারেজ পরিচালনা করে আসছি। কিছুদিন যাবৎ আমাদের গ্যারেজের আশে পাশে ইয়াবা সুমন নামের এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করে আসছে। আমরা মাদক বিক্রি করতে নিষেধ করলে। ইয়াবা সুমন আমাদের কাছে ১০লক্ষ টাকা চাদাদাবি করেন। অন্যথায় আমাদের গ্যারেজ ও সমিতির অফিস ভেঙে ফেলা ও দখলের হুমকি দেন।

আমরা চাদার টাকা না দেওয়ায় রোববার রাতের আঁধারে ইয়াবা সুমন, রাজিব, জরিফ, শরিফ ও লিপুসহ একদল সন্ত্রাসী বাহিনী ভেকু নিয়ে এসে গ্যারেজ ও সমিতির অফিস ভাংচুর ও ক্যাশে থাকা ৭লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়।

বন্ধু একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফয়সাল আহমেদ বলেন, আমরা প্রশাসনের কাছে অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এই বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন,থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host