বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে হেরোইনসহ চার মাদক ব্যবসায়ী আটক
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে হেরোইনসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)
র্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আজ (২০ই সেপ্টেম্বর) সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া জুট মিল এলাকায় ও গতকাল রাতে হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মোছাঃ রুমা আক্তার (২৮), মোঃ শাকিল (৪৫) মোহাম্মদ আলী (৩০) ও সোহেল মুন্সী (৩৯) নামের চার মাদক ব্যবসায়ীকে ১৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।এসময় তাদের নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ- ২৬০০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলে পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জের এর আশেপাশে মাদক সরবরাহ ও বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।