শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে ১৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে চুরি হওয়া ১৫টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
আজ দুপুর ১২টায় কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। শাহাবুদ্দিন কবীর জানান, গত ১৯ জুলাই কেরানীগঞ্জের মডেল থানার জিনজিরা গোলজারবাগ এলাকায় জলিল উদ্দিন সরদার নামে এক ব্যাক্তির মোটর সাইকেল চুরি হয়। পরে তিনি মডেল থানায় চুরি মামলা দায়ের করেন। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মামুন অর রশীদের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম । এসআই আজাদ, এস আই অলক, এসআই ইমরান তারা
তথ্য প্রযুক্তির ব্যবহার করে তদন্ত কার্যক্রম শুরু করে। মামলাটি তদন্ত করতে গিয়ে তারা বুঝতে পারে ঐ মোটরসাইকেল চুরির পিছনে বড় একটি চোর চক্রের সিন্ডিকেট কাজ করছে । এরপর মডেল থানার রসুলপুর এলাকা থেকে ঐ চোরাই মোটরসাইকেলসহ রাজিবকে আটক করে। আসামীকে ব্যাপক জিঞ্জাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের বাকি দুই সদস্য,
মোঃ দিদার মোঃ রাসেল কে আটক করা হয়।
তিনি আরও বলেন, আসামী রাজিব বিভিন্ন জেলার চোর চক্রের কাছ থেকে মোটর সাইকেল চুরি করে রং আকার আকৃতি পরিবর্তন করে ফেসবুক এ বর্ডার ক্রস নামে চোরাইবাইকগুলো বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দেয়। মডেল থানার চড়াইলে মোটর সাইকেল মজুদ রাখার জন্য তার একটা গ্যারেজ রয়েছে। বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে সে এই গ্যারেজে রাখে। পরে গ্যারেজে অভিযান পরিচালনা করে ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় চোরাই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলামান।