শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ রবিনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ৫ আগস্টের নেতাকর্মীদের পাশে আওয়ামী লীগ নেতা কেরানীগঞ্জে বিএনপি নেতার ছেলে ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার। র‌্যাব-১০ কর্তৃক ০৩ টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল আমিন (৩০) রাজধানীর পোস্তগোলায় গ্রেফতার। কেরাণীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব-১০ কর্তৃক ০৫ জন আসামী গ্রেফতার। মুন্সীগঞ্জে ০১ টি বিদেশী পিস্তল ও ০২ টি ম্যাগাজিনসহ মোহন (৩৯) র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। সারা দেশে সাংবাদিক দের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ০৮ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব: নৌকা মাঝি খুন কেরাণীগঞ্জের গোলামবাজারে ব্যবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার ০৩ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। কেরানীগঞ্জে কদমতলী আল্লাহ দান নামে একটি রিক্সার গ্যারেজে থামছে না জুয়া, বাড়ছে পারিবারিক অশান্তি।

চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটিতে শহীদ ও আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস এবং চকবাজার অগ্নিকাণ্ডে শোকসভা অনুষ্ঠিত

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (৮ ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে আন্দোলনরত ছাত্রদের ওপর নির্বিচারে পুলিশের গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ সকল ভাষা শহীদ ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা জানাতে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটিতে পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষকদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস এণ্ড স্কলারস এসোসিয়েশন’-এর সার্বিক সহযোগিতায় এবং সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুল ইসলাম মাসুমের পরিচালনায় ‘শহীদ ও আর্ন্তজাতিক মার্তভাষা দিবস’ পালন করা হয়। পাশাপাশি গত ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নির্মমভাবে নিহতের প্রতি শোক প্রস্তাব উপস্থাপন ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এ সময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মো: মোসফেক-উল-হাসান এবং বক্তব্য প্রদান করেন কমিটির উপদেষ্টা জনাব ড. মো: মাসুম হায়দার ও সভাপতি ড. মো: কামরুল হাসান। পরবর্তীতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’-গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। উল্লেখ্য যে, প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টিময় বিরূপ আবহাওয়ার কারণে ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, দুপুর দু্ইটাই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো উল্লেখ্য যে, এসোসিয়েশনের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাধারণ সভার মাধ্যমে সভাপতি ড. মো: আল আমিন ও সাধারণ সম্পাদক মো: রেজাউল করিমের নের্তৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট নতুন একটি নির্বাহী কমিটি আগামি এক বছরের জন্য গঠন করা হয়।

অনুষ্ঠানের শেষে সকল ভাষা শহীদ ও ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক জনাব মো: শাহ আলম।


চীন থেকে
মোহাম্মাদ আনিসুর রহমান
পি.এইচ.ডি গবেষক ও প্রকাশনা সম্পাদক, ‘বাংলাদেশ স্টুডেন্টস এণ্ড স্কলারস এসোসিয়েশন’
ঝেজিয়াং ইউনিভার্সিটি, চীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host