শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
হিন্দু সম্প্রদায় ও সাঁওতালদের অধিকার রক্ষার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মানবাধিকার কমিশনের ৩০ ধারা অনুযায়ী অভিযোগ নিষ্পত্তির বিষয়ে বিধিমালা প্রণয়নের জন্য নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, কমিশনের চেয়ারম্যান ও সচিবকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল হালিমের করা একটি রিট আবেদনের শুনানি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
রিট আবেদনে বলা হয়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাঁওতাল ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় সম্পদ বিনষ্ট করা হয়েছে। কিন্তু তাদের অধিকারের বিষয়ে মানবাধিকার কমিশন কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
রুল জারি করার পর রিটকারী আইনজীবী সাংবাদিকদের জানান, গত ৪ ও ৫ নভেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ হওয়া প্রতিবেদন সংযুক্ত করে রিট করা হয়।
রিটে মানবাধিকার কমিশন আইনের ১৮ ধারা অনুযায়ী তাদের যে ক্ষমতা দেয়া আছে সেটা তারা গত সাত বছরে কতটুকু প্রয়োগ করেছেন তা তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য নির্দেশনা চেয়েছিলাম। একই সঙ্গে তাদের (হিন্দু ও সাঁওতাল সম্প্রদায়) অধিকার লঙ্ঘনের বিষয়ে সুপারিশ করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা চাওয়া হয়েছিল। ওই রিটের শুনানিতে আদালত রুল জারি করেন।