শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ রবিনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ৫ আগস্টের নেতাকর্মীদের পাশে আওয়ামী লীগ নেতা কেরানীগঞ্জে বিএনপি নেতার ছেলে ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার। র‌্যাব-১০ কর্তৃক ০৩ টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল আমিন (৩০) রাজধানীর পোস্তগোলায় গ্রেফতার। কেরাণীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব-১০ কর্তৃক ০৫ জন আসামী গ্রেফতার। মুন্সীগঞ্জে ০১ টি বিদেশী পিস্তল ও ০২ টি ম্যাগাজিনসহ মোহন (৩৯) র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। সারা দেশে সাংবাদিক দের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ০৮ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব: নৌকা মাঝি খুন কেরাণীগঞ্জের গোলামবাজারে ব্যবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার ০৩ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। কেরানীগঞ্জে কদমতলী আল্লাহ দান নামে একটি রিক্সার গ্যারেজে থামছে না জুয়া, বাড়ছে পারিবারিক অশান্তি।

জাতীয় মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টে রুল জারি

হিন্দু সম্প্রদায় ও সাঁওতালদের অধিকার রক্ষার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে মানবাধিকার কমিশনের ৩০ ধারা অনুযায়ী অভিযোগ নিষ্পত্তির বিষয়ে বিধিমালা প্রণয়নের জন্য নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, কমিশনের চেয়ারম্যান ও সচিবকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল হালিমের করা একটি রিট আবেদনের শুনানি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রিট আবেদনে বলা হয়, সম্প্রতি  ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাঁওতাল ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় সম্পদ বিনষ্ট করা হয়েছে। কিন্তু তাদের অধিকারের বিষয়ে মানবাধিকার কমিশন কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

রুল জারি করার পর রিটকারী আইনজীবী সাংবাদিকদের জানান, গত ৪ ও ৫ নভেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ হওয়া প্রতিবেদন সংযুক্ত করে রিট করা হয়।

রিটে মানবাধিকার কমিশন আইনের ১৮ ধারা অনুযায়ী তাদের যে ক্ষমতা দেয়া আছে সেটা তারা গত সাত বছরে কতটুকু প্রয়োগ করেছেন তা তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য নির্দেশনা চেয়েছিলাম। একই সঙ্গে তাদের (হিন্দু ও সাঁওতাল সম্প্রদায়)  অধিকার লঙ্ঘনের বিষয়ে সুপারিশ করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা চাওয়া হয়েছিল। ওই রিটের শুনানিতে আদালত রুল জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host