বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
নীহার স্মৃতি টি-২০ টুর্ণামেন্টে হ্যালো কারস চ্যাম্পিয়ন,
নিজস্ব প্রতিবেদক, মোঃ ইমরান হোসেন ইমু
মুজিব শতবর্ষ উপলক্ষে মির্জাপুরের ভাবখন্ড সমাজ কল্যান সমিতি আয়োজিত মরহুম শরিফ হোসেন নীহার স্মৃতি টি-২০ টুর্ণামেন্টের ফইনালে হ্যালো কারস গুণটিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছেন। ২৫ জানুয়ারি সোমবার ভাবখন্ড খেলার মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রতিপক্ষ পাচদানা জণকল্যাণ সমিতিকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলেন হ্যালো কারস গুণটিয়া।
জানাযায়, গত ৫ ডিসেম্বর শনিবার স্থানীয় ১৬টি দল নিয়ে শুরু হয়েছিলো মরহুম শরিফ হোসেন নীহার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট। যা গতকালের ফাইনাল খেলার মধ্যদিয় আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।
ফাইনাল খেলায় প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার দুই বলে ১১৩ রান করে অল -আউট হন পাচদানা জণকল্যাণ সমিতি। জবাবে ৮ওভার দুই বলে ৩ উইকেট হারিয় ১১৪রান করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন প্রতিপক্ষ হ্যালো কারস গুণটিয়া।
গতকালের এ ফাইল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুরের ভাবখন্ড এলাকার কৃতি সন্তান, প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান মির্জপুরের গর্ব বিশিষ্ট দানবীর টাঙ্গাইল ডেভেলভমেন্ট ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিশেষজ্ঞ ডায়াবেটলজিস্ট ডা. মো. শাহিনুর রহমান খান। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বাস-কোচ মালিক সমিতির মহাসচিব মো.গোলাম কিবরিয়া (বড় মনির),ডা.প্রদীপ কুমার,ভাবখন্ড সমাজ কল্যাণ সমবায় সমিতির সভাপতি মাহবুবুল হাসান বুলবুল প্রমুখ।