শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে যৌনকর্মীদের মাঝে কোরবানির মাংস বিতরণ
অনলাইন ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়, ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তোরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, মো: হাবিবুর রহমানের ব্যক্তিগত নিজস্ব উদ্যোগে যৌনকর্মীদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস বিতরণ করেছেন: গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী, ঝুমুর বেগমের বাড়ীর পাশে খোলা মাঠে , সামাজিক দুরুত্ব বজায় রেখে, অসহায় নারী ঐক্য সংগঠনের সার্বিক-সহযোগিতায় দৌলতদিয়ায় ২০০০ যৌনকর্মীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন: রাজবাড়ীর পুলিশ সুপার, মিজানুর রহমান পিপিএম (বার), গোয়ালন্দ ঘাট থানার ওসি, মোঃ আশিকুর রহমান (পিপিএম), গোয়ালন্দ ঘাট থানার (তদন্ত ওসি), আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া ৫ নং ওয়ার্ডের ইউ.পি, সদস্য- ফকীর আব্দুল জলিল, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী- ঝুমুর বেগম, ও অসহায় নারী ঐক্য সংগঠনের সকল নেতৃবৃন্দ, ও মাহিয়া মাহি সহ প্রমূখ।
এসময় অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী- ঝুমুর বেগম বলেন, এ পর্যন্ত যৌনপল্লীতে কেউ কোন দিন, কোরবানির মাংস দেয়নি, এই প্রথম ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তোরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, মো: হাবিবুর রহমানের ব্যক্তিগত নিজস্ব উদ্যোগে যৌনকর্মীদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস বিতরণ করেছে। কোরবানির মাংস পেয়ে, যৌনপল্লীর অনেক পরিবারের মুখে হাসি ফুটেছে, অসহায় নারী ঐক্য সংগঠনের পক্ষ থেকে ডিআইজি মোঃ হাবিবুর রহমানের কাছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি।