বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাও স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কোন্ডা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু.ই মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ,জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা মৎস্য লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ডিপটি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি মিরাজুর রহমান সুমন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যেদেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী রমজান আলী, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম আহমেদ নীরবসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন এই সংগঠনটি কোভিট ১৯ এর দুর্দিনে সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার নেতা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি নির্দেশনায় কেরানীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিটি পাড়া মহল্লায় রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কবরস্থান, খেলার মাঠ ভরাট করছি।
এছাড়া কয়েক দিনের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হলে কেরানীগঞ্জের মানুষের আর কোন সমস্যা থাকবে না। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতার কারনে আমরা এখন বিশ্ববাসীর নিকট মাথা উঁচু করে কথা বলতে পারি।
তিনি বিএনপিকে হুশিয়ার করে বলেন,এই কেরানীগঞ্জে বিএনপি আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না কারন বিএনপি একটি মিথ্যা বাদী দল সব সময় মিথ্যা রটানো তাদের কাজ। বিএনপি গুজব রটায় আপনারা কোন গুজবে কান দিবেন না। আগামী ২০২৩ সালে জাতীয় নির্বাচনে আবারো ১ লক্ষ ভোট বেশি দিয়ে বিএনপি নেতা বাবু গয়েশ্বর কে পরাজয় করে নসরুল হামিদ বিপু এমপি কে বিজয় করতে হবে এখন থেকে নেতা কর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার আহবান জানান।
এতে কোন্ডা ইউনিয়ন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।