শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী। প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বিয়ের চাপ দেওয়াতে যুবক আত্মগোপনে। আগানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কর্মি সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। বিএনপি নেতা হাজী আক্তার হোসেন দক্ষিণ বিএনপির সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নৃত্যে যে ক’জন শিল্পী নিজের অসাধারণ পারফর্ম্যান্স দিয়ে মঞ্চে দর্শকদের মন জয় করে

মোঃইমু।চলেছেন দীর্ঘ সময় ধরে তাদের অন্যতম হলেন মামুন মোহাম্মদ। ২০০১ সালের শুরুতে মামুন মোহাম্মদ প্রথম দেশের বাইরে নেপালে শো করতে যান। এরপর বিভিন্ন সময়ে সরকারি-বেসরকারি সফরে তিনি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর শো করতে যান। সবচেয়ে বেশি তিনি শো করেছেন ভারতে।
জানতে চেয়েছিলাম তার কাছে, মঞ্চে এত ব্যস্ততা রয়েছে, কিন্তু দেশে এতগুলো চ্যানেল থাকতেও সেখানে আপনার তেমন কোনো কাজের খবর নেই, কেন?
মঞ্চ আছে বলেই নৃত্যশিল্পীরা বেঁচে আছেন। এখনো কাজ করে যাচ্ছেন। এতোগুলো টিভি চ্যানেল হয়ে নৃত্যশিল্পীদের কোনো লাভ হয়নি। আমাদের দেশের অসংখ্য নাচের দল এতো চমৎকার নৃত্যচর্চা করছে, কিন্তু সেগুলো দেখানোর মতো প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি টেলিভিশন চ্যানেলগুলো নিয়মিত নাচের অনুষ্ঠান করত তাহলে দেশের আনাচে কানাচে নাচ ছড়িয়ে যেত। কিন্তু সেদিকে কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।
ক্ল্যাসিক নৃত্যের পাশাপাশি আধুনিক নাচের গুরুত্ব কতোটুকু বলে মনে করেন?
একজন নৃত্যশিল্পীর অবশ্যই সব ধরনের নাচ শেখা উচিত। সেক্ষেত্রে আমরা যদি নাচের গোড়া থেকে না শিখে প্রথমেই মাথায় উঠতে চেষ্টা করি তাহলে তা বড় ভুল হবে। আজকাল যারা নাচ শিখছে তাদের মধ্যে ক্ল্যাসিক বাদ রেখে আধুনিক নাচ শেখার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। এর কারণ হলো, ছেলে-মেয়েদের মধ্যে ততোটা ধৈর্য নেই। আর সে কারণে তারা আধুনিক নাচকে প্রাধান্য দিচ্ছে। মূলত নাচের ভিত্তি হলো ক্ল্যাসিক নাচ। এ কারণে একজন নৃত্যশিল্পীর শুরুটা হওয়া উচিত এ নাচের মাধ্যমেই।
এ প্রজন্মের নৃত্যশিল্পীদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে?
নৃত্যের প্রতি যাদের আগ্রহ আছে শুধুমাত্র তাদেরই উচিত এ শিল্পকে চর্চা করা। অন্যথায় এই শিল্পের সঙ্গে একাত্মতা পোষণ করা ঠিক নয়। এ প্রজন্মের নৃত্যশিল্পীরা যেন নিজেদের কাজ নিয়ে সন্তুষ্ট থেকে নৃত্য সম্পর্কে জেনে ও বুঝে নৃত্যচর্চা করে। তাহলেই তারা একদিন নৃত্যাঙ্গনে এগিয়ে যেতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host