শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিন আর নেই!
এম এ করিম গোমস্তাপুর প্রতিনিধিঃ
গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিন ইন্তিকাল করেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
অাজ শুক্রবার সকাল দশ টা সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিনের সুযোগ্য সন্তান ডা.সাদিকাতুল বারী পরিবার পরিকল্পনার রাধানগর ইউনিয়ন পরিদর্শক তিনি জানান,দীর্ঘ ১৩ দিন যাবত মেডিকেলে শ্বাসতন্ত্রে ভূগছিলেন।
পরে অবস্থার অবনতি ঘটাই অাইসিইউতে গমন করেন।এদিকে,করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ হওয়ার পরও অক্সিজেনের স্যাচুরেশন আপ-ডাউন করছিল।
এছাড়ও,সম্প্রতিক মারাত্মক প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাস বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিনের চার বার টেস্ট করা হলেও রেজাল্ট ছিল নেগেটিভ।
পরে মেডিকেল থেকে বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিনের মরাদেহ্ দাফন-কাফনের জন্যে নিয়ে আশা হয় নিজ গ্রাম ছোট তেঘরিয়ায়।
এসময় সশস্ত্র সালাম সহ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাহ্তাব উদ্দিনের দাফন কার্য সম্পর্ণ করে।
এদিকে,তিন পুত্র সন্তান ও তার স্ত্রী সহ পরিবার পরিজন রেখে পারি জমায় পরকালে।
এছাড়াও,মৃত্যু কালে বীর মুক্তিযোদ্ধা রাধানগর ইউনিয়ন কমান্ডার মাহ্তাব উদ্দিনের বয়স হয়েছিল প্রায়-৭৮ বছর।