সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
ঢাকার বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের(৩০) লাশ উদ্ধার।
কেরানীগঞ্জসংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় নিহতের পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও গোল গলা টি শার্ট। লাশটি ৬-৭ দিন আগের তাই বেশ ফুলেঁফেপে যাওয়ায় আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বুড়িগঙ্গার পোস্তগোলা ব্রিজের পার্শ্ববর্তী শ্মশান ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের এসআই মেহেদী হাসান মারুফ বুড়িগঙ্গা টিভিকে জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের জন্য ওয়ারলেস মারফত বিভিন্ন স্টেশনে সংবাদ প্রেরণ করা হয়েছে।