শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন
ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার রাতে পুরান ঢাকার ইসলাম পুর কুমারটুলি এলাকায়
ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্ভোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি এ, বি,এম পারবেজ রেজা
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো,শাহীন রেজা,হাজী মো,শাহ আলম,মো,মিয়া,মোশাররফ হোসেন অপু,মো,বাবু,সফিক,
পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ- সভাপতি সাংবাদিক মো মোস্তাফিজুর রহমান মোস্তাক, শাহীন শিকদার, সাহবুদ্দিন,মুজাহিদ,
প্রথমে আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। পরে বেলুন উড়িয়ে খেলা শুভ উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী ম্যাচে ফয়সালের টিম ও ওয়ার্দীর টিমের সাথে খেলা হয়। এতে ৮ ওভারের খেলা ওয়ার্দীর টিম ৬৪ ও ফায়াাল টনময়ের টিম ২৪ রানে অল আউট হন।এতে ওয়ার্দীর টিম জয়ী হয়।