শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
র্যাব-১০ এর অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা হতে সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার।
গত ২১ নভেম্বর ২০২২ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন সেকশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে সিআর মামলা নং- ৬০০/১৫, ধারা- এন আই এক্ট ১৩৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহেল (৪২), পিতা- মৃত আব্দুর রহমান, মাতা- হালিমা বেগম, সাং- ১০৯/১/এ পশ্চিম ইসলামবাগ, পোস্তা, থানা- চকবাজার, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার রুজুর সংবাদ প্রাপ্তির পর আত্মগোপনে চলে যায়। সে নিজকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।