সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ ও শ্যামপুর এলাকা হতে ইয়াবা ও হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ী আটক।
গত ১৯/০২/২০২২ তারিখ আনুমানিক ২:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া হিজলতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২৫০ (দুইশত পঞ্চশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি নাম মোঃ ইব্রাহীম (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১,৯৮০/- (এক হাজার নয়শত আশি) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক ২১.৫৫ ঘটিকা হতে ২২.৩৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৬৪ (চৌষট্টি) গ্রাম হেরোইন হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সেলিম (৪৮) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জ ও শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।