বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
ঢাকার কেরানীগঞ্জ ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৩১ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক র্যাব-১০।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) র্যাব-১০ ,সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার মেজর সৈয়দ ইমরান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার চকবাজার ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিন(২৪) ও মোঃ আমিনুল ইসলাম (২৫) নামের দুই মাদক কারবারিকে কে আটক করেন। এসময় তাদের কাছে থাকা দুটি মোবাইল ও মাদক বিক্রিত নগদ ২৮ হাজার টাকা জব্দ করেন।
এর আগে (১২ ফেব্রুয়ারি) বিকেল পুনে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থনাধীন আমবাগীচা এলাকা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন(২৮) নামের একজন কে আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।