শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
। মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতন বাজার ও বটতলা হাট এলাকায় জেলা প্রশাসনের এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল হক ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আজ ৩ মে রবিবার দুপুর ১২ টায় সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় এই বিশেষ অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের একটি দল, আনসার ব্যাটালিয়ন ও গণমাধ্যমকর্মী এ.এস.এ সোহাগ(একুশে বাংলা)মোঃ অনিক দেওয়ান (এসএনবি নিউজ ২৪.কম)। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা ও জনসমাগম সৃষ্টি করার দায়ে ৩টি গার্মেন্টস এর দোকান ও ১টি জুতা স্যান্ডেলের দোকানকে ৫০০০ হাজার টাকা করে,চার জনকে ৫০০/৳ করে অর্থদন্ড দেই এক্সিউটিউভ ম্যাজিস্ট্রেট আশরাফুল হক। একই অভিযানে মোঃ সাইফুল ইসলাম এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ ধারায় চার জনকে ৫০০/৳ করে,দন্ডবিধি ১৮৬ এর ২৬৯ ধারায় ২ জনকে ৫০০/৳ করে,দন্ডবিধি ১৮৬এর ১৮৮ ধারায় ১ জনকে ২০০/৳ এবং বটতলা হাটে, সংক্রমণ রোধ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন লঙ্ঘন করায় ১টি হার্ডওয়ারের দোকানকে ১০ হাজার,১টি ৫ হাজার,এবং ১টি কসমেটিকসের দোকানকে ৪ হাজার টাকা। মোট ৪৫ হাজার ৭০০/ টাকা অর্থদণ্ড দেয়া ভ্রাম্যমাণ আদালত।