সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী। প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বিয়ের চাপ দেওয়াতে যুবক আত্মগোপনে। আগানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কর্মি সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।

হরিরামপুরে কারেন্ট জাল জব্দ ও জরিমানা।

হরিরামপুরে কারেন্ট জাল জব্দ ও জরিমানা।

সাগর হোসেন রনি, হরিরামপুর:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের নয়ারহাটে মৎস নিধনে নিষিদ্ধ কারন্টে জালের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পায় ১০লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় ।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

রবিবার সকালে মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মো: বিল্লাল হোসেন ।
তিনি জানান, নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানে আনুমানিক ১০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন (১৯৫০) অনুসারে ভাড়ারিয়া গ্রামের মৃত এলমেস ভূইয়ার ছেলে মো. জুলহাসকে (৪৫) নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রিয় দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় হরিরামপুর মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, জুলাই থেকে আগষ্ট পর্যন্ত ৯ ইঞ্চির নীচে ছোট মাছ ধরা আইনত দন্ডনীয় অপরাধ। এ বছর বন্যায় বিভিন্ন স্থানে পর্যাপ্ত পানি আসায় মাছের বাম্পার ফলনের সমূহ সম্ভাবনা রয়েছে কিন্তু প্রতিদিন যেভাবে নিষিদ্ধ জাল ব্যবহার করা হচ্ছে তাতে মাছের বৃদ্ধি এবং বাম্পার ফলনের সম্ভাবনা নষ্ট হচ্ছে। এ বছর আমরা বন্যার শুরু থেকেই মাছের পোনা নিধনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। প্রায় প্রতিদিনই বিপুল পরিমাণ দেশীয় মাছের পোনা জব্দ করে অবমুক্ত করা হচ্ছে।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, বলড়া ইউপি চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম খান, হরিরামপুর থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host