সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
সামিম আহমেদ ঃ
বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯। গত ১৫ ও ১৬ মার্চ রোজ শুক্র ও শনিবার প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.তরিকুল ইসলামের আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহম্মেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাজী মো.আশকর আলী, স্থাণীয় ইউনিয়নের আ’লীগের সভাপতি জেড.এ. জিন্নাহ,আলহাজ¦ জাহাঙ্গীর কবির বেপারী, হাজী মো.সালাহ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্ণিং কমিটির সদস্য মো.জাকির হোসেন। দুদিন ব্যাপি শিক্ষা প্রতিষ্ঠানটির আয়োজনে ছিলো ভাষা শহীদ বরকত এর স্বরণে লাল কুঠি, ভাষা শহীদ সালাম এর স্বরণে হলুদ কুঠি , ভাষা শহীদ রফিক এর স্বরণে সবুজ কুঠি এছাড়াও নবীন বরণে নবিনদের ফুলেল শুবেচ্ছাসহ ছিলো ব্যান্ড শো, বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো.তরিকুল ইসলামের রচনায় নাটক স্বপ্ন ফানুস এর মধ্যে দিয়ে সমাপ্ত হয় এ অনুষ্ঠান।