সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
অভিযান-১০ লঞ্চের মালিক র্যাবের হাতে আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
এমভি অভিযান লঞ্চে আগুন লাগার পর থেকে আত্মগোপনে যায় লঞ্চের মালিক।
র্যাব কেরানীগঞ্জ থেকে আটক করেছে লঞ্চ মালিক হামজালালকে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান হবে বলে জানায় র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লঞ্চে আগুন লাগার পর থেকে কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন হামজালাল শেখ। গোপন খবরের মাধ্যমে র্যাব সদস্যরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।