শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার। পল্লবীর ‘লেডি ডন’: মাদক ব্যবসা ও সন্ত্রাসে অভিযুক্ত যুব মহিলা লীগ নেত্রী।

অ্যাওয়ার্ড পেলে কার না ভালো লাগে: তামিম

ত্রিদেশীয় সিরিজের টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি (৮৪*, ৮৪, ৭৬) করেছেন তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং শ্রীলংকার বিপক্ষে ভালো খেলা সত্বেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন দেশ সেরা এ ওপেনার। তামিমমের পাশাপাশি অলরাউন্ড পারফরম করে প্রথম দুই খেলায় ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব। মঙ্গলবারও জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিযোগিতা করে পারফরম করেছেন সাকিব-তামিম। ৭২ রান করা তামিমের পাশাপাশি সাকিব করেছেন ৫১ সঙ্গে ৩ উইকেট।এদিনও সাকিবের ম্যাচ সেরা হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা শেষ পর্যন্ত তামিমকেপুরস্কৃত করলেন।

টানা তিন ম্যাচে ভালো খেলার পর অবশেষে ম্যাচ সেরার পুরস্কার জেতা নিয়ে হাসির ছলেইতামিম বলেন, অ্যাওয়ার্ড পাওয়ায় আমার তো ভালোই লাগছে (হাসি)। আমি আগের প্রেস কনফারেন্সেও বলেছিলাম। আমি রিওয়ার্ড চাই, অ্যাওর্য়াড না। আজও আমার আর সাকিবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আমার মতো সেও হাফ সেঞ্চুরি করেছে পাশাপাশি শুরুতেই দুটি উইকেট তুলে নিয়েছে। আজও যদি সাকিব ম্যাচ সেরার পুরস্কার জিতে নিতো আমি মন খারাপ করতাম না। কারণ আমি মনে করি সেও সমানভাবে এটার যোগ্য।

এই ম্যাচের মধ্য দিয়ে ছয় হাজার রান পূর্ণ করার পাশাপাশি নির্দিষ্ট কোন একভেন্যুতে রান সংগ্রহের দিক থেকে বিশ্বে সেরা হয়েছেন তামিম। নিজের এই মাইলস্টোন নিয়ে বাংলাদেশ দলের এ ওপেনার বলেন, অবশ্যই ভালো লাগছে। ম্যাচের আগেই আমি জানতাম এমন রেকর্ড হবে। একই মাঠে এতো রান করা এবং ছয় হাজার রানের মাইলস্টোন করাটা আমি উদযাপন করবো। যে কোনও অর্জনই উদযাপন করা উচতি। তবে একই ভেন্যুতে বেশি রান করাররেকর্ডটি একজন বাংলাদেশি হিসেবে আমার কাছে বেশি এগিয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host