বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম আগামী সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। মানিকগঞ্জ-২ এর সিংগাইর, মানিকগঞ্জ সদরের একাংশ ও হরিরামপুর থেকে নৌকা প্রতীকে লড়বেন মমতাজ।
আজ (রবিবার) বিকেলে দলীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন ফোক গানের দেশ বরেণ্য এই গায়িকা।
বর্তমানে তিনি ওই আসনের আওয়ামী লীগের নির্বাচিত এমপি এবং আবারও মনোনয়ন পাওয়াতে আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত হয়ে গেল।
মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম ২০০৮ সালে প্রথমে সংরক্ষিত আসনে এবং দ্বিতীয় বার ২০১৪ সালের নির্বাচনে এমপি হয়েছিলেন।