শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ সারা দেশে সাংবাদিক দের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ০৮ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব: নৌকা মাঝি খুন কেরাণীগঞ্জের গোলামবাজারে ব্যবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার ০৩ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। কেরানীগঞ্জে কদমতলী আল্লাহ দান নামে একটি রিক্সার গ্যারেজে থামছে না জুয়া, বাড়ছে পারিবারিক অশান্তি। মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা।

আগামী ৩০ সালে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ – নসরুল হামিদ বিপু

শামীম আহম্মেদঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে । আওয়ামী লীগের নেতৃত্ব দেশকে সঠিকভাবে এগিয়ে নেয়ার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়েত জোট সরকারের আমলে বিদ্যুতের জন্য মানুষ রাজপথে নেমে এসেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের জন্য দেশবাসীকে আন্দোলনে নামতে হয়নি। কারন আমরা বিভিন্ন দেশের সাথে যোগাগের মাধ্যমে তাদের প্রযুক্তি ব্যবহারকরে দেশের বিদ্যুতের ঘাটতি অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছি। তিনি বলেন দেশের উন্নয়নের অন্যতম মাধ্যম হলো বিদ্যুৎ। আমরা সে বিষয়টি নজরে রেখেই বিদ্যুৎ ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে সোচ্ছার। তারই ধারা বাহিকতায় এ মাসেই জাতীয়গ্রীডে আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে বলে মন্ত্রী আশাপ্রকাশ করেছেন। আগামী ৩০ সালে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ। তাই আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান।বিএনপিকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। তারেক রহমান বিদেশি নাগরিকত্ব পাওয়ার জন্য নিজের পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন। তাদের চেয়ারপারসন জেলে অথচ তাদের কয়েকজন মাত্র নেতা মায়াকান্না করছে। এমন একটি নেতৃত্বশূন্য দল নিয়ে সরকার গঠন সম্ভব নয়। নসরুল হামিদ বিপু শুক্রবার বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকায় জিনজিরা ইউনিয়নের ৪,৫,৬,৭,৮,ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সারাবিশ্ব আজ বাংলাদেশকে চেনে শেখ হাসিনার বাংলাদেশ নামে। তিনি আধুনিক সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। দেশের গ্যাস ও বিদ্যুতের সমস্যা দূর হচ্ছে। ৪৫ বছরেও যেটা সম্ভব হয়নি প্রধানমন্ত্রী সেটা সম্ভব করেছেন। তাই শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাসীর প্রতি আহবান জানান। জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক হাজী মো. মুস্তাক হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশী, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সেলিম আহম্মেদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুযাহিদুল ইসলাম মামুন, আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন বুলবুল,আজহার বাঙালী, আজহারুল ইসলাম খোকন, ঢাকা জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন,দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, সাধারন সম্পাদক রমজান মেম্বার প্রমুখ। # ০৪-০৫-২০১৮ইং ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host