শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের গর্বিত ঐতিহ্যের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালে আজকের এই দিনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নামে দলটির যাত্রা শুরু হয়। নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে দলটি শুরু থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়।
৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। আজ রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে নবনির্মিত আওয়ামী লীগ কার্যালয়ের ১০ তলা ভবন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তিনি সারা দেশের জেলা, মহানগর, উপজেলা পর্যায়ের চার হাজারের বেশি ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ১১ হাজার নেতার সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ সকাল ১১টায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা, মহানগর, উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেবেন। পরে আরেকটি সভায় ইউনিয়ন পর্যায়ের নেতারা অংশ নেবেন।
আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিতেই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শেখ হাসিনা তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষে গতকালই সারা দেশ থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সভাপতির সঙ্গে বৈঠকের সুযোগ পেয়ে তৃণমূলের নেতাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় নির্বাচন সামনে। সিটি করপোরেশন নির্বাচনও রয়েছে। নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জ আছে। ষড়যন্ত্র আছে। নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত আছে। দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে তৎপরতা আছে। এসব মোকাবেলায় নেতাদের করণীয় বিষয়ে দলের বিশেষ বর্ধিত সভায় দিকনির্দেশনা দেবেন দলের সভাপতি শেখ হাসিনা।’ গতকাল সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কার্যালয়টি ঘুরে দেখার পর সকাল ১১টায় শেখ হাসিনা গণভবনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের চার হাজার ১৫৭ জন নেতাকে নিয়ে একটি বর্ধিত সভা করবেন। এরপর ইউনিয়ন পর্যায়ের ১১ হাজার নেতাকে নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে।