: জুন ১৬, ২০১৯, ০৮:৫৮ এএম
ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সারাদেশের ৬ কারাগারে উন্নতমানের নাস্তা পরিবেশন করা হচ্ছে। নাস্তার নতুন তালিকায় সপ্তাহে ২ দিন তারা পাবেন ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি-রুটি, বাকি ১ দিন হালুয়া-রুটি।রোববার (১৬ জুন) সকাল থেকে খাবারের এই তালিকা কার্যকর হচ্ছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আসছেন। তিনি বন্দির জন্য উন্নতমানের নাস্তা বিতরণের উদ্বোধন করবেন।
জেলার মাহবুবুল ইসলাম বলেন, নাস্তার নতুন এই তালিকার বিষয়টি জেনে কারাবন্দিরা আনন্দ প্রকাশ করেছে। এছাড়াও কারাবন্দিদের বিষয় মাথায় রেখে দীর্ঘ যুগের তালিকা পরিবর্তন করায় বন্দিরা প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একটি তালিকা ছিল। সকালের নাস্তায় একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ পরিমাণ আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। কারাগার প্রতিষ্ঠার পর থেকে একই তালিকাতে সকালের নাস্তা পাচ্ছিল দেশের কারাবন্দিরা। অবশেষে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর মানবতায় কারাবন্দিদের জন্য বরাদ্দ করা সকালের নাস্তার তালিকা পরিবর্তন হল।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com