সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
শামীম আহম্মেদ ঃ
আগামী ১০ ফেব্রুয়ারী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের আধুনিক ও রুচিশীল পোষাক তৈরীর স্বনাম ধন্য প্রতিষ্ঠান মুসলিম এক্সক্লুসিভের ৫ম বর্ষপূর্তীর র্যাফেল ড্র। মুসলিম কালেকশনের কেরাণীগঞ্জস্থ পূর্ব আগানগরের জেলাপরিষদ মার্কেট কার্যালয়ে এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
প্রথম পুরস্কার মোটর সাইকেলসহ এবারের র্যাফেল ড্র অনুষ্ঠানে মোট একশ’টি পুরস্কার রয়েছে বলে মুসলিম কালেকশন সূত্রে জানা গেছে। মুসলিম গ্রæপের চেয়ারম্যান হাজী মুসলিম ঢালী প্রধান অীতথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের মাঝে এ পুরস্কার বিতরন করবেন।
মুসলিম গ্রæপের চেয়ারম্যান তরুণ ডিজাইনার হাজী মুসলিম ঢালী বলেন,ব্যবসায়ীদের উৎসাহিত করতেই তার এ ক্ষুদ্র প্রয়াস। তিনি আশা প্রকাশকরেন এরমাধ্যমে দেশীয় রুচিশীল ও আধুনিক মান সম্মত পোষাক বিক্রিতে খুচরা বিক্রেতাদের আগ্রহ বাড়বে এবং ক্রেতারাও হাতের কাছে খুঁজে পাবেন তাদের পছন্দসইও রুচিশীল পোষাকটি। #