আসছে ওয়েব সিরিজ ‘ভাইরাল সনি’।
বিনোদন প্রতিবেদক,
‘ভাইরাল সনি’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন সনি। বাংলা স্যাটায়ার ধর্মী নাটকের জনপ্রিয় নাট্যকার জহির বাবু ওয়েব সিরিজিটি লিখেছেন। ওয়েব সিরিজে কাহিনি হচ্ছে বর্তমান সামাজে চলমান বিষয় নিয়ে।
নাসির উদ্দিন সনি বলেন, ‘হঠাৎ করেই আমাকে বাবু ভাই বলেন যে একটা ওয়েব সিরিজি নির্মাণ করছি। তুমি অভিনয় করবে নাকি। তখন উনার কাছে গল্প শুনে চাই। তিনি গল্পটা শোনান। শেষ হলে আমি রাজি হয়ে যাই। কিন্তু আমি চিন্তা করতে পারিনি এতো কষ্ট করে কাজটা করতে হবে।
এখন শুটিং চলছে। আশা করি খুব তাড়াতাড়ি দর্শক দেখতে পাবেন সিরিজটি।’
চিত্রনাট্য ও পরিচালক জহির বাবু বলেন, ‘ওয়েব সিরিজটি বর্তমান সামাজে চলমান বিষয় নিয়ে আমি লেখেছি। আর সানির অভিনয় ভালো করছে। সে ছাড়াও আরও অনেক শিল্পী অভিনয় করছে। চমক হিসাবে রাখছি। আশা করি ভালো একটা কাজ করতে যাচ্ছি। যা দেখে দর্শকের ভালো লাগবে।
জানা গেছে, খুব শিগগিরই ‘ভাইরাল সনি’ ওয়েব সিরিজটি প্রচারে আসবে একটি ওটিটি প্লাটফর্ম থেকে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com