শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে কদমতলী আল্লাহ দান নামে একটি রিক্সার গ্যারেজে থামছে না জুয়া, বাড়ছে পারিবারিক অশান্তি। মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার।

ইনফো সরকার ৩য় পর্যায় এর শুভ উদ্বোধন করেন ডিজিটাল বাংলাদেশ এখন সফল রুপ ধারন করেছে। নসরুল হামিদ বিপু

ডিজিটাল বাংলাদেশ এখন সফল রুপ ধারন করেছে
নসরুল হামিদ বিপু .।
কেরানীগঞ্জ প্রতিনিধি
বিদ্যুৎ,জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন সফল রুপ ধারন করেছে। শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে হাইস্পিড সুবিধার ইন্টারনেট এখন শহর থেকে গ্রাম পর্যায়ে পৌছে গেছে।

আজ ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ০৮টি ইউনিয়নের ব্রডব্যান্ড কানেক্টিভিটির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর জন্মদিনের উপহার হিসেবে কেরাণীগঞ্জের ১২টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নকে হাইস্পিড ইন্টারনেট সুবিধার আওতায় আনা হলো এবং খুব শীঘ্রই বাকি ৪টি ইউনিয়নকে এর আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রত্যেকটি এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। এরফলে ইন্টারনেট সুবিধা থেকে কেউ বাদ যাবে না।

জেলা প্রশাসন, ঢাকা এবং ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আয়োজন করে। ঢাকার জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, শতভাগ ইন্টারনেট সেবা পৌছে দেয়া দেশ হিসেবে বিশ্বের দরবারে খুব দ্রæত সময়ের মধ্যে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। স্বপ্নের ব্রডব্যান্ড সুবিধা এখন বাস্তুবে মানুষের দোড় গোঁড়ায় পৌঁছে দেয়া হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব বলেন, করোনার মহামারিতেও ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে সকল সযোগ-সুবিধা মানুষের কল্যানের কাজে পৌছে দেয়া হয়েছে। বাস্তবে বিদ্যুৎ সুবিধা যদি সর্বত্র পৌছে দেয়া না যেত তবে ইন্টারন্টে সুবিধা পৌছে দেয়া সম্ভব হতো না।

সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে ইন্টারনেট ব্যবহারের অধিকার মানুষকে দিতেই হবে। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছে বলেই আজ শতভাগ বিদ্যুতায়নসহ ইন্টারনেট সেবা পৌছে দিতে পেরেছে। আর এটা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিরলসভাবে কাজ করে চলেছে।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, করোনার এই সময়ে অনলাইনের মাধ্যমে আজকের এতো বড় একটি অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। এতেই প্রমাণ করে তথ্য প্রযুক্তির কল্যাণে বাংলাদেশ আজ কোথায় পৌছে গেছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর কাগজে-কলমে সীমাবদ্ধ নয়। বাস্তবে এর সুফল ভোগ করছে বাংলার মানুষ।

সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নের সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, করোনা ভাইরাসের সময়ে আমরা প্রমাণ পেয়েছি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেশ কোথায় পৌছে গেছে। শিক্ষা,স্বাস্থ্য, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে মানুষ ইন্টারনেটের সুবিধা ভোগ করতে পারছে। এটাই প্রমাণ করে দেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host