বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
করোনা ভাইরাসের নিয়ন্ত্রনে যথাযথ পরিকল্পনা গ্রহনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদানসহ অর্থনৈতিক হুমকিতে পরা যুবকদের জরুরী ভিত্ততে বেকার ভাতা প্রদান ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবীতে ইসলামী যুব আন্দোলনেরর যুব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় দক্ষিন কেরানীগঞ্জ থানার কদমতলী লায়ন শপার্স ওয়াল্ডের সামনে ঘন্টাব্যাপী এ যুববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শাখা সভাপতি মাওলানা বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিন কেরানীগঞ্জ থানা সভাপতি আলহাজ সুলতান আহম্মদ,ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক মাওলানা জহিরুল ইসলামসহ অন্যরা।