বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার নবাববাড়ি পুকুর পাড়ে সাংবাদিক মোস্তাকের বাসায় শুক্রবার রাতে ওল্ড ঢাকা ৯৫ এর বন্ধুদের আয়োজনে
পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত হয়েছে। এসময়ে পুরান ঢাকা সহ ঢাকার আশেপাশের ৯৫ এর বন্ধুরা উপস্থিত হয়।
বিভিন্ন রকমের পিঠা ও ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসর আয়োজন করে। প্রথমে কেক কেটে উৎসবের উদ্ভোধন করেন। সাজ্জাদ পারবেজ,রিয়াজুর রহমান খান, মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক, জসিম উদ্দিন , এরপর আমন্ত্রিত সকল
বন্ধুদের মাঝে হাতের তৈরী বিভিন্ন রকমের পিঠা, ভর্তা পরিবেশন করে আয়োজকরা। পরে নিজেরাই ডাল চাউল মিলিয়ে লাকড়ীীর চুলা দিয়ে রান্না করেন খিচুড়ি রাত ৮ টার সময় খিচুড়ি আর হাঁসের মাংস দিয়ে রাতের খাবার পরিবেশন করা হয়। এসময় অনেকদিন পর বন্ধুরা মিলিত হওয়ার পর চলে অনেক রাত্র পর্যন্ত আড্ডা,
আগত বন্ধুরা সবাই আয়োজকদের এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান।পিঠা উৎসব ও হাস পাটির আয়োজনে যারা ছিলেন।
ওল্ড ঢাকা ৯৫ এর
রিয়াজ খান, মুকুল, সাইফুল, দিলরুবা আক্তার, হিমেল খান, ইতি কথা, ফারুক মোল্লা আয়োজনে অন্য বন্ধুদের মাঝে উপস্থিত ছিলেন জসিম, জাফরুল, জিয়া, মসিউর, হাসি, মাহফুজ, পলাশ খান, ফিরোজ, কামাল,মোস্তাক,সাজ্জাদ পারভেজ সহ অনেকে।