সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
ওল্ড ঢাকা ৯৫ গ্রুপের ১ম বর্ষপূর্তি উদযাপন।
ঢাকা:গতকাল শুক্রবার পুরান ঢাকার জনসন রোডে স্টার হোটেলে এক জাকজমক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে” ওল্ড ঢাকা ৯৫ ”
গ্রুপের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করে।এস,এস,সি ৯৫ ব্যাচের বন্ধুরা সারাদিন বিরতিহীন বৃষ্টি উপেক্ষা করে। ঢাকার আশেপাশের এস,এস,সি ৯৫,,এইচ এস,সি ৯৭ এর বন্ধুরা অংশ গ্রহণ করেন। বিকাল ৪ থেকে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত প্রায় দুই শতাধিক বন্ধু এতে অংশ নেয়।
পুরান ঢাকার বিভিন্ন স্থাপনার ছবি সংবলিত দৃশ্য সবাই আকৃষ্ট করে।এর মাঝে পুরান ঢাকার বিভিন্ন রকমারি খাবারের আয়োজন করে।গ্রুপটি বিকালের খাবারের আয়োজনের ছিলো চিড়ার মুয়া,খই,পনির বাকরখানি,চা,বিউটির লাচ্ছি,এবং বিশেষ আকর্ষণ ছিলো ঘোড়া গাড়ি এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী ও এস,এস,সি,৯৫ ও এইচ, এস,সি ৯৭
কয়েকজন বন্ধু গান পরিবেশ করে।গানের সাথে অনেকে নৃত্য করেন।বহুদিন পর বিভিন্ন এলাকার
বন্ধুদের কাছে পেয়ে অনেক আড্ডা, গল্পে মেতে উঠে
ওল্ড ঢাকা ৯৫ গ্রুপের বর্ষপূর্তি উদযাপনে আয়োজন করেন।সাজ্জাদ পারভেজ, রিয়াজুর রহমান রিয়াজ খান,জসিম উদ্দিন,সাইফুল, জিয়া প্রমুখ
রাতের খাবার পুরান ঢাকার কাচ্চি খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।