গাজীপুরের কাপাসিয়ায় এক ভুয়া জজকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম সোহাগ (৩০) উপজেলার বারিষাব ইউনিয়নের ভেরারচালা গ্রামের আবদুল খালেকের ছেলে।
রবিবার বিকেলে বাড়ি থেকে গ্রেফতারের পর তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, সোহাগ লোকজনের কাছ থেকে মামলা সমাধান ও চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরার তৃতীয় সহকারী জজ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এসআই রাসেলের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিচয় জানতে চাইলে সোহাগ প্রথমে নিজেকে জজ দাবি করেন।
পরে চ্যালেঞ্জ করলে তিনি জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে জানান।
সোহাগ জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, মামলা থেকে খালাসের কথা বলে অরুন মিয়ার কাছ থেকে ৩৭ হাজার, লিটন মিয়ার কাছ থেকে ৯০ হাজার ও ইমাম উদ্দিনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন।
এসআই বছির উদ্দিন জানান, সোহাগের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com